১। আপনি Synaptic Package Manager এ Quick Filter বক্সে scim লিখুন। নিচের চিত্রের মত দেখতে পাবেন--
এর পর লিস্ট থেকে নিচের প্যাকেজগুলো Mark করুন ইনস্টল করার জন্যঃ
scim
scim-bridge-agen
scim-bridge-client-qt4
scim-bridge-client-gtk
scim-dev-doc
libscim-dev
scim-gtk2-immodule
scim-m17n
scim-modules-socket
libscim8c2a
im-switch
২। এবার System > Preferences > SCIM input method setup এ ক্লিক করুন। এতে নিচের উইন্ডোটি আসবে যেখানে আপনি প্রথমে FrontEnd -> Global Setup মেনুতে ক্লিক করবেন।
৩। Hotkey হিসেবে Control + space কী Trigger হিসেবে বেছে নিনঃ
৪। এরপর IMEngine -> Global Setup সিলেক্ট করে বাংলা ইনপুট method হিসেবে bn-unijoy এ টিক দিয়ে Enable করুন এবং সেইসাথে SCIM Reload করুন।
৫। সবশেষে টার্মিনাল থেকে im-switch লিখুন, এবং সেখান থেকে Default কিবোর্ড ইনপুট মেথড হিসেবে scim সিলেক্ট করুন এইভাবেঃ
৬। তারপর PC রিস্টার্ট করুন।
৭। পিসি অন করে বাংলা লেখতে হলে controll+ space চাপুন। যে কোন টেক্স এডিটরে আপনি বাংলা লেখতে পারছেন